মশাদের সর্গ রাজ্যে বরিশাল নগরী।

মশাদের সর্গ রাজ্যে বরিশাল নগরী। 

প্রতি বছর বর্ষার আগে আমাদের চারপাশে মশাদের প্রকোপ বেড়ে যায় এবছরেও তার ব্যাতিক্রম হয়নি বরিশাল। নগর বাসির এক বিশাল আতংক এই মশা যা নিধনের জন্য কাজ করে নগর পরিছন্ন কর্মীরা ও অনেক সংগঠন। তাহলে এবছর কি হলো কেনো পারছে না বরিশাল নগরীতে মশা নিয়ন্ত্রণ করতে কোথায় ব্যার্থতা কার ব্যার্থতায় হচ্ছে না মশা নিয়ন্ত্রণ। মাশা নিয়ন্ত্রণ এর জন্য রয়েছে আলাদা অনেক কার্যক্রম তা কি সঠিক ভাবে পালিত হচ্ছে না হচ্ছে না কি? কার কাছে প্রশ্ন করলে পাওয়া যাবে তার জবাব এই কে দিবে উত্তর। নগরীতে মশার জন্য দিনেও মশারী টানিয়ে রাখতে হচ্ছে বাসার কাজ করতে পারছে না গৃহিনিরা।


শিশুদের লেগেই আছে জ্বর যা দিয়ে রূপ নিচ্ছে আরো কঠিন রোগে। হাসপাতালে মশা জনিত জ্বর এর কারনে রোগিদের ভীড় বেড়েই চলছে নেউ কোন উপশম। এর মধ্যে নগরবাসিদের কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে প্রতিনিয়ত মশার ভয়ে দিন পার করছে বরিশাল নগরবাসি। নগরবাসিদের মধ্যে কেউ কেউ এর মশার কথা তুলতে নতুন মেয়ের এর কথা উল্লেখ করে বলছে, যে নতুন মেয়ের এসে এখনো সঠিক ভাবে তার কার্য পরিচালনা শুরু করতে পারেনি যাতে পরিপেক্ষিতে এই মশা নিয়ন্ত্রণ করতে অসক্ষম হয়ে আছে পরিচ্ছন্ন কর্মীরা। একজন মেয়ের তার সক্ষমতা দিয়ে নগর পরিচ্ছন্ন রাখতে পারে যাতে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব।

নগর বাসিরা আরো বলেন বর্ষার আগেই এতো মশার উৎপাত যে বর্ষায় তা মহামরি ধারণ করতে পারে। তাই যতো তারা তারি সম্ভব মশার নিয়ন্ত্রণ করা এবং প্রতিটা পাড়া মহল্যায় অতিদ্রুত মশা নিধন গ্যাস বা কীটনাশক স্প্রে করা। যাতে করে মশা নিয়ন্ত্রণ হয় এবং পাশা পাশি নগর পরিচ্ছন্ন রাখা যাতে নতুন করে মশা জন্মানোর পরিস্থিতি তৈরি না হয়। এতে করে নগরবাসি সুরক্ষিত পরিবেশ থাকবে।

নিজিস্ব প্রতিবেদনঃ বঙ্গশাল অনলাইন সংবাদ পত্রিকা।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post